অচল সিকি হইলাম রে ভাই

অচল সিকি হইলাম রে ভাই
চৈতন্যের বাজারে
ঘিন্নাইয়া কেউ হাতে লয় না
বাজারে দোকানদারে।।

আমি যদি সোনা রে হইতাম
বাইন্নার দোকানে যাইতাম রে
কানপাশা বানাইয়া আমায়
বিলাইত ঘরে ঘরে।।

যদি আমি লোহা রে হইতাম
কামারের দোকানে যাইতাম রে
দা, কাচি বানাইয়া আমায়
বিলাইত ঘরে ঘরে।।

হিন্দুস্তান আর পাকিস্তান হইল
বাংলাদেশ স্বাধীন না পাইল রে
ওই বাংলা স্বাধীন হবে
দুর্বিন শাহ সদায় অন্তরে।।

(মনঃশিক্ষা)