অচিন দেশের মাঝি ভাই

ও আমার ভাটিয়ালি গাঙের পানি
বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি।।

স্রোতবেগে যাও সকাল-সন্ধ্যা কিংবা দুপুরবেলা
এপার ভাঙো ওপার গড়ো এই তো তোমার খেলা
দুকুল ভাঙা আশা লইয়া রে আমি কান্দি দিন-রজনী।।

বায়ুবেগে দোলো তরঙ্গে উঠাও যে লহর
নৌকা ডুবাও প্রাণে মারো কতই সদাগর
তোমার সঙ্গে যাইতে নারি রে আমার নাই কাণ্ডারি তরণি।।

উজান বাঁকে চাইতে চাইতে গেল দুই নয়ন
দুর্বিন শাহ কয় আইল না রে বন্ধু কালার চান
আইজ আসবে কাইল আসবে বলে রে আমার গেল দিনযামিনী।।

(ভাটিয়ালি)