ওই দেখো শ্যাম

ওই দেখো শ্যাম
গোচরণে যায়
রুনুঝুনু শব্দ শুনি
দেখবে যদি শীঘ্র আয়।।

আগে চলে সুবল সখা
দেখতে অতি লাগে বাঁকা গো
চূড়ায় ময়ূর পাখা
আড় নয়নে প্রাণ উড়ায়।।

ললিতা বিশখা সখি
সুচিত্রাকে আনো ডাকি
গো গোষ্ঠে যায় মোর প্রাণপাখি
গৃহে থাকা হলো দায়।।

শোনো বলি গো প্রাণললিতে
কৃষ্ণ দরশনে যাইতে গো
আমাকে নিও সঙ্গেতে
কয় পাগল দুর্বিন শায়।।

(গোষ্ঠ)