অকূলও দরিয়ারে মাঝি

অকূলও দরিয়ারে মাঝি
বাইয়া যাও বাইয়া যাও রে
মুর্শিদ নাম ভরসা করি
বাদামও উড়াও রে মাঝি।।

লিলুয়া বাতাসে মাঝি
উঠল গাঙের ঢেউ
সন্ধ্যা বেলা তুই একেলা
সঙ্গে নাই আর কেউ
দয়াল মুর্শিদ সঙ্গের সাথী
আর কার পানে চাও রে।।

হাইলের বৈঠা সাবধান করে
ধরিও ঘুরাইয়া
ধীরে ধীরে বাইও রে তরি
কিনারা ভিড়াইয়া
মুর্শিদপুরের ঘাটে যাইয়া
নাওখানি ভিড়াও রে।।

সাবধানে না বাইলে নৌকার
বাইনে উঠবে জল
দাঁড় বৈঠায় কাজ দিবে না
নৌকা হবে তল
দুর্বিন শাহ কয় ঢেউ কাটিয়া
খুব সাবধানে বাও রে।।

(পাথরঘাটা)