অপরাধ ক্ষমমা বন্ধু রে
আমার নিবেদন রাখো
অবলা দাসীরে তোমার
চরণ তলে রাখো।।
বন্ধু রে-
যদি হই অপরাধী
তবুও চরণে কাঁদি
অন্তর্যামী হইয়া তুমি দেখো
আমার মনের যেই বাসনা
সকলই তোমার জানা
তবে কেন মুই দাসীরে
এত দুঃখে রাখো।
বন্ধু রে-
আমি তো অবলা জাতি
জানি পিরিতের রীতি
বাঁশি বাজাইয়া কেন ডাকো
শুনিয়া তর বাঁশির ধ্বনি
সাজিলাম পাগলিনী
মনে লয় যাই উড়িয়া
যে দেশে থাকো।।
বন্ধু রে-
ছিল বুঝি তোমার অন্তরে
কান্দাইতে অবলারে
তাই তো প্রাণে দিলে এত দুঃখ
দুর্বিন শাহরে কইরা দুঃখী
তুমি যদি হও রে সুখী
আমার সুখের কাজ নাই আর
তুমি সুখে থাকো।।
(বিরহ আক্ষেপ)