ওরে প্রাণকান্ত
আমায় করলে না শান্ত
সুখবসন্ত যাইতেছে ফুরাইয়া।।
সত্য ত্রেতাতে
তোমার চরণ সেবাতে
আছিলাম সুখের
সখি হইয়া
আসিল দ্বাপর
তুই হইলে দেশান্তর
নিলে না খবর
একদিন আসিয়া।।
যাইয়া মথুরা
বোধহয় পড়েছে ধরা
কামযাদু মদনবাণে
রাখল বাঁধিয়া
কুজা সুন্দরী
ও সে করে চাতুরি
মায়াফাঁসি দিয়াছে
পরাইয়া।।
সাধের বৃন্দাবন
দিয়া বিসর্জন
করব অন্বেষণ
যোগিনী হইয়া
বলে দুর্বিন শাহ
নইলে মিটাব আশা
কলসি গলে
জলে ঝাম্প দিয়া।।
(রাইবিচ্ছেদ)