পাগল বানাইল রে আমারে

পাগল বানাইল রে আমারে
শ্যাম পিরিতে কুল মজাইয়া
দোষী হইলাম ঘরে-বাইরে।।

সখি গো তোর পায়ে ধরি
এনে দেও শ্যাম বংশীধারী গো
প্রেম আগুনে জ্বলে মরি
জল দিলে আরও বাড়ে।।

পিরিত করে এই জ্বালাতন
আগে তো জানি না কখন গো
তুষেরই অনলের মতন
জ্বালাইল কত মোরে।।

পিরিতের ছেল বুকে নিয়া
দুর্বিন শাহ গেল মরিয়া গো
কইও সংবাদ তারে গিয়া
দেখে যাইত আমারে।।

(সখির সনে রাধার উক্তি)