পাড়াগাঁয়ে বসত করি
সামনে ভরা নদী
সঙ্গে যাইতাম, ও মাঝি ভাই
ঘাটে নাও ভিড়াইতে যদি।।
উড়াইয়া যাও রংয়ের বাদাম
মনে লয় তার সঙ্গে যাইতাম
যেথায় গুণনিধি
বন্ধের দেশে যাওরে লইয়া
তুমি যদি হও দরদি।।
ভরা নদীর বুকে বাইয়া
ভাটিয়ালি গান যাওরে গাইয়া
সুর দিয়া ত্রিপদী
যাইতে নারি, সহিতে নারি
বৈরি শাশুড়ি ননদি।।
আমি তো অবলা নারী
পাড়াগাঁয়ে বসত করি
আশায় বাসা বাঁধি
দুর্বিন শাহ কয়, যাওরে কইয়া
কোন দেশে মোর প্রেমঔষধি।।
(ভাটিয়ালি)