পাড়ার লোকে কী বলিবে গো রাধে

পাড়ার লোকে কী বলিবে গো রাধে
নাই কি তোর কলঙ্কের ভয়
করি গো তোর চরণে বিনয়।।

রাধে গো, নিয়া শ্যাম কলঙ্কের ডালা
শেষে তোমার ঘটবে জ্বালা, সে বড়ো নির্দয়
নারীর বেদন সে বুঝবে না গো রাধে
তার বড়ো কঠিন হৃদয়।।

রাধে গো, বনে থাকে ধেনু রাখে
নাম ধরিয়া বাঁশি ফুঁকে শুনি সবসময়
তোর মতো রাই পাগলিনী গো রাধে
কুল ছেড়ে কে পাগল হয়।।

রাধে গো, বারে বারে করি মানা
বাঁশির সুরে মন দেও না লোকে মন্দ কয়
দুর্বিন শাহ কয় সে তোমার নয় গো রাধে
কুলবিনাশী রসময়।।

(রাধার সনে সখির উক্তি)