পিরিতে করিল দেশান্তরী
হলেম ভিখারি
মান কুলমান ত্যাজ্য করে
ঘুরি কত দ্বারে দ্বারে
কলঙ্ক হইয়াছে জগৎ জুড়ি।।
বুঝি আমার কর্মদোষে
মজিয়া প্রেম-উল্লাসে
নতুন বয়সে গলে দিলাম দড়ি
আষাঢ় মাসে মদনজ্বালা
সহিতে নারি অবলা
প্রাণের কালা কেন গেল ছাড়ি।।
শোনো বলি গো প্রাণ ললিতে
আমার লেখা নিয়া হাতে
যাও না চলি ওই মথুরাপুরী
আমার লেখা হাতে দিয়া
কইও তারে বুঝাইয়া
প্রেমজ্বালাতে মরিল কিশোরী।।
বন্ধু না দেশে আসিলে
তোরা সব সখি মিলে
এ দুঃখিনীর গলে দিও ছুরি
নইলে যমুনায় ফেলো
জিয়ন হতে মরণ ভালো
এ দুর্বিন শাহ যাবে নিজ বাড়ি।।
(সখির সনে রাধার উক্তি)