পরে কি আর জানে গো বেদন

পরে কি আর জানে গো বেদন
পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
সোনার অঙ্গ কালা হইল গো এখন।।

আগে না জানিয়া মনপ্রাণ দিয়া
প্রেম বাড়াইয়া ছিলাম তখন
আমায় পাশরিল কোথায় লুকাইল
দিবানিশি প্রাণ করে উচাটন।।

পরেরই পিরিতে কলঙ্গ জগতে
পাড়াপড়শি সদায় দেয় জ্বালাতন
দরদি হও সামনে, বন্ধু দেও এনে
শুভমিলনে জ্বালা করি গো বারণ।।

যদি চাও তোরা দেখিতে কী জ্বালা বুকেতে
প্রেম কাটারিতে বুক চিরো সখিগণ
কলিজা ছিড়িয়া দেখাইও নিয়া
প্রাণবন্ধে কেন করে গো এমন।।

মিটাও গো প্রেম পিপাসা, রাখো ভালোবাসা
নইলে দুর্বিন শার হইবে মরণ
আমার কর্মফলে একদিন দেখা হলে
জিজ্ঞাসিব তারে পরা কি আপন।।

(রাইবিচ্ছেদ)