প্রাণবন্ধু এলো না, বসন্ত গেল না

প্রাণবন্ধু এলো না, বসন্ত গেল না
কার মুখ চাইয়া থাকি বলো।
দারুণও বসন্তে, যৌবনের নদীতে
বিনা মেঘেতে সই বাণ ডাকিল।।

যৌবন নদীতে, এলো নতুন জোয়ার
বন্ধু নাই দেশে, কে খেলিবে সাঁতার
স্রোত চলে গাঙে, উতলা তরঙ্গে
পাড় ভাঙিয়া যেন সাগর হলো।।

দেশে আসিত যদি যৌবনের ব্যাপারি
পাল উড়াইয়া নিত, ধরিত পাড়ি
কাণ্ডারি বিহনে সই দিনে দিনে
যৌবন নদীতে বুঝি ভাটা দিলো।।

দেখিনু কতবার বৎসরে একবার
বসন্ত সই লো, আইল-গেল
বন্ধু তো এলো না, প্রাণ শান্তি হলো না
দুর্বিন শাহর কাছে মরণ এলো।।

(সখির সনে রাধার উক্তি)