প্রাণবন্ধু রে
তোমায় ছাড়া কারে বলি দুখ
আসবে বলে পন্থ চাইয়া দেখি তব মুখ।।
জানিয়া প্রাণ সঁপিয়া পাইলাম বড়ো দুখ
নিয়া প্রাণী কেন তুমি হইয়াছ বিমুখ।।
কাঁচা বাঁশের মধ্যে যেন ধরে ব্রজ পুক
সেই প্রকারে প্রেমাগুনে জ্বলে আমার বুক।।
আমি যদি যাই মরিয়া পাইয়া প্রেম দুখ
রহম নামের এই কলঙ্ক জগতে দেখুক।।
তোমার মনে এত বাসনা দুর্বিন শাহ মরুক
বলতে নারি হায় কী করি, বৈরি পাড়ার লোক।।
(রাইবিচ্ছেদ)