প্রাণে কী আগুন জ্বালালে

প্রাণে কী আগুন জ্বালালে
চাঁদমুখে মধুর হাসি দেখাইয়া প্রাণ কেড়ে নিলে।।

আগে কত আশা দিয়া পিরিতি বাড়াইলে
নিয়া প্রাণী কেন তুমি আমায় পাশরিলে।।

নয়নেরই ভঙ্গি বাকা কেন বা দেখাইলে
জানি না যে প্রেমজ্বালা কেন প্রেম শিখাইলে।।

না জানি কী লিখল বিধি আমারই কপালে
দুর্বিন শার কপালের দুঃখ যাবে না মরিলে।।

(রাইবিচ্ছেদ)