প্রাণী যাবে শ্যাম পিরিতের জ্বরে গো
প্রাণী যাবে শ্যাম পিরিতের জ্বরে।।
লিলুয়া হিল্লোলে প্রাণী, শূন্যাকাশে উড়ে গো
প্রেমশেল বিন্ধিল সখি আমার অন্তরে।।
যত টানি তত বিন্ধে, আসে না বাহিরে গো
ইনজেকশনে ছাড়ে না জ্বর ঔষধে না ধরে।।
কলিজা করেছে পানি, ধরে না ডাক্তারে গো
পোষা পাখি কাঁদে যেমন থাকিয়া পিঞ্জরে
দুর্বিন শাহর প্রাণপাখি কাঁদে সে প্রকারে গো।।
(রাইবিচ্ছেদ)