প্রাণবন্ধু কালিয়ার সোনা

প্রাণবন্ধু কালিয়ার সোনা
আর আমায় ভুলে যাইও না
প্রাণ থাকিতে ভুলব না তোমায়।।

বিরজার মন্দিরেতে
ছিলে তুমি প্রেমখেলাতে
সরল চিত্তে মিলে দুই জনায়
আমার অভিশাপে
শ্রীদাম জন্ম নেয় এসে ধরাধাম
মনস্কাম পুরল না সে জায়গায়।।

দুঃখ পেয়ে মহামতি
অভিশাপ দেয় আমার প্রতি
রাধা সতী যাও তুমি ধরায়
শত বৎসর কৃষ্ণহারা
বহিবে নয়ন ধারা
জ্বালা-পোড়া সইব অন্তরায়।।

তাই আমি জন্মিলাম ব্রজে
আসিয়া গোপী সমাজে
মরি লাজে করি কী উপায়
যমুনার কূলে বসি
যখন তুমি বাজাও বাঁশি
জলে আসি বলে দুর্বিন শায়।।

(রাইবিচ্ছেদ)