প্রেম করে করিলে আমায় দোষী রে, ও বিদেশি
হইয়াছি কলঙ্কের ভাগী, তোমায় ভালোবাসি।।
বন্ধু রে-
তুই কি দুঃখ পাইয়া, আমারে গেলে ছাড়িয়া রে
তোর কারণে দুঃখ পাইয়া, কান্দি একা বসি রে।।
বন্ধু রে-
তোমার কথা স্মরণ হলে, বুক ভেসে যায় নয়নজলে রে
বাহির হই জলেরই ছলে, কাঙ্খেতে কলসি রে।।
বন্ধু রে-
আছ কোথায় সুখে বসে, ঘুরি আমি তোর তাল্লাশে রে
দুর্বিন শাহ কর্মদোষে, মন্দ কয় পড়শি রে।।
(রাইবিচ্ছেদ)