প্রেমের ছায়ায় ঘর বাঁধিয়া থাকবে কতদিন

প্রেমের ছায়ায় ঘর বাঁধিয়া থাকবে কতদিন
দিনে দিনে সোনার অঙ্গ হইয়াছে মলিন।।

প্রেমের ছায়ায় জলের উপর বেঁধে ছিলাম ঘর
ঢেউয়ের চোটে হু হু উঠে উতলে সাগর।।

প্রেম করিয়া হলাম জলের ভাসা জারমনি
উপরে আকাশ নিচে পানি ভাসি দিন রজনী।।

কূল ছাড়িয়া অকূলেতে দিয়াছি সাঁতার
সহায়হীন কুলনাশীরে কে করে উদ্ধার।।

যেদিকে যাই সে দিকেতে অকূল সাগর
হাতে ধরে কে উঠাবে হবে দোসর।।

আসত যদি কাল হাওয়া নিত রে ভাসাইয়া
মরাদেহ বন্ধের ঘাটে দিত নিয়া ভিড়াইয়া।।

মৃতদেহ প্রাণবন্ধে দেখে যদি চাইয়া
দুর্বিন শারই যত দুঃখ যাইবে মিটিয়া।।

(প্রেমতত্ত্ব)