প্রেমের গাছে ফুল ধরেছে
দেখিতে সুন্দর
সুবাতাসে গন্ধ আসে
অতি মনোহর।।
গাছটা হলো নদীর তটে
সুবাতাসে ফুল ফোটে
প্রেমরসেরই জোয়ার ছোটে
সেই নদীর ভিতর
যাও যদি মন ফুল তুলিতে
পাবে সে খবর।।
অমাবস্যা পূর্ণিমাতে
ফুলটা তখন ভরে রসে
সুবাতাসে গন্ধ পাইয়া
আসে যে ভ্রমর
যে খাইয়াছে ফুলের মধু
সে হইয়াছে অমর।।
কাম ক্রোধ লোভ হিংসা মায়া
যে গাছে ধরেছে ছায়া
আলিফে গাছ লামেতে ডাল
মীমেতে শিকড়
‘ফে’ পাতা কাফে কলি
ফুলটা ‘হু’ অক্ষর।।
কুবাতাসে ঝগড়া লেগে
গাছটা তখন যায় রে ভেঙে
অনুরাগের খুটা দিয়া
গাছে লাগাও ভর
কয় দুর্বিন শাহ থাকলে আশা
গোড়া শক্ত কর।।
(প্রেমতত্ত্ব)