প্রেমশেল বিন্ধিল কলিজায়

প্রেমশেল বিন্ধিল কলিজায়
মরি সে ব্যথায়।
যে শেল বুকে মারিল
বুক ছেদে পিঠ পার করিল
যাবে প্রাণী দারুণও চিন্তায়।।

যে দুঃখ দিয়াছে প্রাণে
কান্দে প্রাণী রাত্র দিনে
বন্ধু বিনে দেখি উপায়।
কী করিব কোথায় যাব
কই গেলে বন্ধুরে পাব
পাইলে দুঃখ বলব নিরালায়।।

যার কাছে দিয়াছি প্রাণ
যায় যাবে কুলমান
কী করিবে দারুণ বাপমায়।
শাশুড়ি আর কালননদি
কী করিবে হইয়া বাদী
ভয় করি না সেই কলঙ্কের দায়।।

বন্ধু যদি আমার হয়
রাখি না মরণের ভয়
নাম স্মরণে শমন দূরে যায়।
আমি বাঁধব যার চরণে
সে ছাড়া বাঁধা কোন জনে
কয় দুর্বিন শাহ আছি সে আশায়।

(রাইবিচ্ছেদ)