রাধা রাধা রাধা বলি সুর লাগিল
কানে আসি
ওই শুনো গো
শ্যামচান্দে বাজায় বাঁশি।।
বাঁশের বাঁশি
বাজায় শ্যামকালা
কেমন কেমন করে মনে
বাড়ে প্রেমজ্বালা
সঙ্গী ছাড়া রই একেলা
লাগাইয়া টানে রশি।।
সে যেন আর
বাঁশি বাজায় না
বারেবারে বলি সখি
করিও মানা
মনে আমার বাঁধ মানে না
করিতে চায় উদাসী।।
কুলমান সব
ছাড়িয়া যাব
মনের দুঃখ মনে রাখব
কেউ রে না কইব
দুর্বিন শাহ কয় প্রাণ ত্যাজিব
গলে বেন্ধে কলসি।।
(সখির সনে রাধার উক্তি)