রাধার মন্দিরে উদয় গো সখি
শ্যাম চিকন কালা
অমাবস্যার রাত্রে যেমন
পূর্ণিমা উজালা গো সখি।।
রস-রঙ্গে রাই-রঙ্গিনী গো সখি
হইয়াছে বেভোলা
রতিরঙ্গে প্রেমতরঙ্গে
শ্যামা মাহতায়ালা গো সখি।।
অঙ্গে পরৈন প্রিয় বসন গো সখি
শ্যামের গলে বনমালা
রাই অঙ্গে অঙ্গ মিশাইয়া
খেলে প্রেমখেলা গো সখি।।
এতদিনে বারণ হলো গো সখি
রাধার মদনজ্বালা
শুভক্ষণে শুভমিলন
নিশি-নিশাবেলা গো সখি।।
শ্রীপাদপদ্মে প্রাণ সঁপিলা গো সখি
অভোলা সরলা
দুর্বিন শাহ কয় সঙ্গে নিও
ওই মিলনের বেলা গো সখি।।
(সাক্ষাৎ)