রাধে গো তোমার কারণে
জ্বলে মরি প্রেমাগুনে
কলঙ্ক নাম, লোকের মুখে শুনি গো।।
তোমার প্রেমে হইয়া মাতাল
সাজিয়াছি ধেনু রাখাল
হাতে লইয়া বাঁশি আর পাঁজুনি
থাকিয়া রাখালের দলে
বাজাই বাঁশি রাধা বলে
জপো মালা রাই কমলিনী গো।।
আমারে জানিয়া কালো
আয়ানেরে বাসো ভালো
প্রেম আলিঙ্গন করো দিনরজনী
তুই আমারে কান্দাইলে
কলিজাতে আগুন দিলে
নেছ মারিলে হইয়া কালসাপিনী গো।।
ঘরে জ্বালা বাহিরে জ্বালা
জটিলা কুটিলা
লোকের সনে করে কানাকানি
জগতে দিব ঘোষণা
প্রেমে যেন কেউ মরে না
দুর্বিন শাহ কয় হবে জানাজানি গো।।
(শ্যামবিচ্ছেদ)