রাধে গো তোর চরণে বিনয়
মরণকালে দিও দেখা
যদি তোমার মনে লয়।।
নারী জাতের কঠিন রীতি
জানে না পুরুষের মতি গো
তোর সনে করে পিরিতি
পাইলাম গো সেই পরিচয়।।
নিয়া গো তোমারই সঙ্গ
লাজ-লজ্জা করে ভঙ্গ
প্রেমজ্বালাতে সোনার অঙ্গ
দিনে দিনে হলো ক্ষয়।।
তুই ছাড়া কেউ নাই জগতে
দুর্বিন শাহর অনল নিভাইতে
বল জ্বালা-পোড়া পিঞ্জিরাতে
প্রাণপাখি কেমনে রয়।।
(শ্যামবিচ্ছেদ)