রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির।
মাফ করো হে গুনাহ-খাতা, আছি নতশির।।
আছমাউল হুছনা তেরা, নিরানব্বই নাম
যে নামে যে ডাকে, তার পুরে মনস্কাম।
তুমি সৃষ্টির আঁধার, সাত্তার গাফফার
তুমি জলিল জব্বার, তব মহিমা অপার
নিজ গুণে করো ক্ষমা, এলাহি কাদির।।
পাহাড় ভাঙিয়া পারো, করিতে সাগর
জুলমাত কবরে পারো, বসাইতে শহর।
ভবলীলার অন্ত নাই, সৃষ্টি করে রাখো মারো
খাওয়াইলে খাই, তোমায় দেখিতে না পাই
এই ভবে পাঠাইলা মোরে, রাহি মুসাফির।।
তাপস প্রভুর, যারা করে সাধনা
তোমাকে পাইতে সবার মনে বাসনা।
জ্ঞান শক্তি নাই মোর, আমি কি লইতে পারি
তোমারই খবর, তুমি ধ্যানের অগোচর
ক্ষমা পাইতে এ দুর্বিন শাহ, হুজুরে হাজির।।
(আল্লাহ স্মরণে)