শাহান শাহ নাম চিস্তিয়া
আজমির শহরে কেরামতি জোরে
দ্বীনের নিশান দিলেন উড়াইয়া।।
খাজা মাইনুদ্দিনে এলাহি আলমিনে
করিলেন সৃজন রহমত দিয়া
উসমান হারুনী পির তান জানি
কুতুবে রাব্বানি শানে আউলিয়া।।
সিন্ধু আর কাশ্মির, দিল্লি আগ্রা আজমির
শাহে বড়ো পির দিলা সঁপিয়া
দেইখে কেরামতি শান, মোরা যত আশিকান
গাইতেছি গান প্রেমে নাচিয়া।।
কেরামতি গুণে দেশ হিন্দুস্তানে
আসিল দ্বীনে, সবে মিলিয়া
ওই চরণের আশা, মনে ভরসা
পাগল দুর্বিন শাহ বলে কাঁদিয়া।।
(ওলি-আউলিয়া স্মরণে)