শ্যাম পিরিতের এত জ্বালা

শ্যাম পিরিতের এত জ্বালা
আগে তো জানি না
জানলে পরে ওই কালারে
মনপ্রাণ দিতাম না গো সখি।।

একদিন আমায় ছিল কইয়া
জীবনে ভুলবে না
এখন দেখি পরার ঘরে
করে আনাগোনা গো সখি।।

বিশ্বাস করে আমি তারে
দিলাম ষোলোআনা
পরার মন যুগাইয়া চলে
ভাব দেইখে বাঁচি না গো সখি।।

কী জানি হইয়াছে মনে
বুঝিতে পারি না
দুর্বিন শাহরই নতুন ফুলে
ভ্রমরা বসে না গো সখি।।

(সখির সনে রাধার উক্তি)