শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া
নগরবাসীরা।
আপ্ত জ্ঞাতি সর্বত্যাগী
সাজিয়া প্রেমের বৈরাগী
কলঙ্ক নাম হইল জগৎ জোড়া।।
একদিন দেখা হলো পথে
কলসি ছিল কাঁখেতে
যাইতে আমি ছিলাম জল ভরা।
শ্যাম কালা কদম্ব তলে
বসিয়া বৃক্ষের আড়ালে
হঠাৎ কেন দিলো চোখ ইশারা।।
আঁখি ঠেরে প্রাণ কাড়িয়া
আমারে পাগল করিয়া
দুঃখ দিলো যাইয়া সে মথুরা।
সখি তোরা দেখা পাইলে
বুঝাইয়া কইও নিরলে
না আসিলে দিত মাথার চূড়া।।
হইতাম যদি মোটরগাড়ি
দেখতাম যাইয়া তাড়াতাড়ি
কার কুঞ্জে শ্যাম পড়িল ধরা।
দুর্বিন শাহ কয় এমন হইত
বিধি যদি পাখা দিত
করতাম দেখা, যাইতাম দিয়া উড়া।।
(রাইবিচ্ছেদ)