শ্যামকে এনে দেখা গো সখি

শ্যামকে এনে দেখা গো সখি
শ্যামকে এনে দেখা
প্রাণবন্ধু বিনে এ বৃন্দাবনে
দায় হলো গো জীবন রাখা।।

রুপবাঁশি তার নহে ভুলিবার
রহিল মোর হৃদয়পটেতে আঁকা
বন্ধুয়ার তাল্লাসে যাইতাম আকাশে
থাকত যদি পাখা।।

এ হেন যৌবনে মধুর বৃন্দাবনে
কেমনে রইব বলো একা
বন্ধুয়ার পিরিতি দুপরি ডাকাতি
যেমন সুধাতে গরল মাখা।।

আসিবে বলিয়া গেলে গেলে ফাঁকি দিয়া
আহারে নিদারুণ প্রাণসখা
দুর্বিন শাহরই মন করে উচাটন
আর তো যায় না গৃহে থাকা।।

(সখির সনে রাধার উক্তি)