সহে না মোর প্রাণে গো
কালো বিষের প্রেম যাতনা
মনপ্রাণ কাড়িয়া নিলো, কই লুকাল
প্রাণ থাকতে ধরা দিলো না।।
আমি তারে জেনে গো আপন
সঁপে ছিলেম জীবনযৌবন
প্রাণ দিয়া তার মন পাইলাম না
দুঃখ দিয়া গেল ছাড়িয়া
কী দোষ পাইয়া কুঞ্জে
আর আসিতে চায় না।।
কোন রমণী পাইয়া গো তারে
রাখিয়াছে হৃদ-মাঝারে
ফিরে কুঞ্জে আসতে দিলো না
কী করিব কোথায় যাব
প্রাণ ত্যাজিব
মনেতে হলো বাসনা।।
কলসি বাঁধিয়া গো গলে
ঝাপ দিব যমুনার জলে
প্রাণ ত্যাজিলে যাবে বেদনা
দুর্বিন শায় কয় জানলাম নিশ্চয়
মনে বোধ হয়
প্রাণ থাকিতে দুঃখ যাবে না।।
(সখির সনে রাধার উক্তি)