সখি হায় গো, এমন দরদি নাই সংসারে

সখি হায় গো, এমন দরদি নাই সংসারে
দুঃখের কথা বলবে যাইয়া, প্রাণবন্ধুয়ার ধারে গো।।

তোরা যদি জানো সই গো, বলো গিয়া তারে
তোর প্রেমের পাগল মরিল, প্রেম যমুনার পারে গো।।

দুঃখ বুকে কই না মুখে, লোকে যদি মারে
বন্ধু ছাড়া মনের দুঃখ বলব যাইয়া কারে গো।।

যাও সখি বন্ধু আনো, বলি বারেবারে
না আসিলে কয় দুর্বিন শাহ, দেখব শেষ বিচারে গো।।

(সখির সনে রাধার উক্তি)