সখি রে-

সখি রে-
কালার বাঁশির সুরে
কেমন কেমন করে
মধুর মধুর ওই বাঁশির সুর
রহিতে দেয় না ঘরে।।

সখি রে-
কদম্ব তলে ওই নিরলে
যমুনারই তীরে
বাজায় বাঁশি চিকনকালা
সহিতে নারী অবলা
কেমনে রই ব্ৰজপুরে।।

সখি রে-
বাজায় বাঁশি সকাল-বিকাল
কিবা দিন-দুপুরে
মনপ্রাণ করিল সারা
বাজায় শুধু রা-রা-রা-রা
প্রাণে কি ধৈর্য ধরে।।

সখি রে-
বাঁশির ধ্বনি কুলনাশিনী
সাজাইল আমারে
এ জীবনের নাই গো আশা
বলে পাগল দুর্বিন শাহ
হঠাৎ কবে যাই মরে।।

(সখির সনে রাধার উক্তি)