সুখের নিশি গেল ফুরাইয়া
প্রাণসখি গো
দিনমণি উঠিল জাগিয়া।।
কুহু কুহু স্বরে কোকিল উঠিল ডাকিয়া
কোকিলার ডাক শুনিয়া প্রাণ উঠে কান্দিয়া।।
বলাই দাদায় বাজায় বাঁশি কানাই বলিয়া
কাল বাঁশির মোহন সুরে কান্দিতেছে হিয়া।।
মনে লয় তার সঙ্গে যাইতাম কুলমান ত্যাজিয়া
পাইয়া সন্ন্যাসী হব গলে মালা দিয়া।।
শাশুড়ি ননদী রাস্তায় রইয়াছে দাঁড়াইয়া
দুর্বিন শাহ কয় কেমনে থাকি মদনজ্বালা সইয়া।।
(বিরহ আক্ষেপ)