তব দরগাতে, ভেজি মোনাজাতে

তব দরগাতে, ভেজি মোনাজাতে
হাজার দুরুদও সালাম।
রাহমানুর রাহিম তোমার নাম।।

তুমি সর্বসভা, দরবারে করি তওবা
গুনাহ-খাতা মাফি চাইলাম।
প্রভু তুমি মুনিব, আমি গোলাম।।

আশরাফুল মাখলুকাত, করিতে সাফায়াত
খাতমান্ নাবিয়্যিন আলাইহিছ সালাম।
যাহার উপরে নাজেল কালাম।।

সেই নাম করে ভরসা, বলে এ দুর্বিন শাহ
দরগাতে আরজি দিলাম।
পূর্ণ করো মনস্কাম।।

(আল্লাহ স্মরণে)