তমালডালে বসে কোকিলা
ডাকরে কুহু সুরে
ডাক শুনিয়া প্রাণ বিঁধে রে।।
কুহু কুহু ডাক শুনিয়া
পোড়া প্রাণ উঠে জ্বলিয়া
কোকিলা রে
দুঃখ কারে যাই জানাইয়া
প্রাণবন্ধু নাই ঘরে।।
কোকিলা তোরে করি মানা
কুহু স্বরে আর ডাকিও না
কোকিলা রে
দুঃখিনীরে কাঁদাইও না
বলি রে বিনয় করে।।
আমি কাঁদি যার আশে
সে রইয়াছে কোন দেশে
কোকিলা রে
উড়ে তুমি যাও তল্লাশে
এ সংবাদ বলো তারে।।
বন্ধুরে করাইয়া স্মরণ
তোর দুর্বিন শাহর কাছে মরণ
কোকিলা রে
মরণকালে দেয় যে চরণ
কুলনাশিনী দাসীরে।।
(কোকিল সংবাদ)