তোমার মতো দরদি নাই গো এলাহি
তোমার মতো দরদি আর নাই।
নাম স্মরণে ঘোর নিদানে
চরণ ভিক্ষা চাই।।
এলাহি-
মাতাপিতার রমন ফলে
মাতৃগর্ভে পাঠাইলে
জঠরেতে দিয়েছিলে ঠাঁই।
মাতাপিতা টের পাইল না
তোমার এই আজব ঘটনা
আলিমুল গায়েবে আল্লা সাঁই।।
এলাহি-
কী সুন্দর দেহ বানাইয়া
এই ভবে দিলা পাঠাইয়া
তাইতো ভবে করিতেছি বড়াই।
মরণ কথা স্মরণ হয় না
চিরদিন কেউ থাকে না
জানি না কবে মরে যাই।।
এলাহি-
যেদিন আসবে কাল শমন
কেউ পারবে না করতে বারণ
মানিবে না সরকারের দোহাই।
তোমার এসব রঙ তামাশা
বোঝে না পাগল দুর্বিন শাহ
চরণ আশে তোমারই গান গাই।।
(আল্লাহ স্মরণে)