ত্রিবেণীয়ার গাঙে

ত্রিবেণীয়ার গাঙে
ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে।।

ত্রিবেণীয়ার তিনটা বাঁক
কুম্ভীর থাকে ঝাঁকে ঝাঁক
মাঝিদের লাগাল পাইলে
এমনি ধরে ঠেঙ্গে।।

নদীর পারে কচু বন
সর্প থাকে সর্বক্ষণ
নৌকা, লইয়া যাও রে যদি
গলই যাবে ভেঙে।।

সেই নদীতে তিনটা নাল
কাছিম ভাসে পালে পাল
ডুবা ডুব লাই খেলিব
সে নদীর তরঙ্গে।।

নদীর নিচে অজগর
মানুষ খায় বরাবর
বাঁচতে পারে নামের রসুন
মেখে সারা অঙ্গে।।
দুর্বিন শাহ কয়, গুরুর কাছে
মহামন্ত্র কবজ আছে
সাপিনীরা মান্য করে
রাখে যারা অঙ্গে।।

(কামতত্ত্ব)