তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে

তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে
মিছা দোষী হইলাম রে সাধের প্রেম বাড়াইয়া।।

ও বন্ধু রে-
কাজল বরণ দুইটি নয়ন স্বপনে দেখাইয়া
মনপ্রাণ হরে নিলে কী জাদু করিয়া।।

ও বন্ধু রে-
কুল ছাড়িয়া কলঙ্কিনী, তোর প্রেমে প্রাণ দিয়া
মণিহারা ফণির ধারা ঘুরি যে কাঁদিয়া।।

ও বন্ধু রে-
দুর্বিন শাহর প্রাণ যাবে কখন পিঞ্জিরা ছাড়িয়া
শেষ বিচারে দিও দেখা তুমি আমার হইয়া।।

(রাইবিচ্ছেদ)