তুমি আমার কুদ্রতে কামাল
তুমি আমার মূল দেবতা
তুমি আমার যুল-জালাল।।
তুমি আমার কৃষ্ণ-কালী
করিম-রহিম তোমায় বলি রে
তুমি রাসুল-হজরত আলি
তুমি ব্রহ্মা-বিষ্ণু-কাল।।
তুমি সীতা-রাম-লক্ষণ
তুমি ফাতেমা-হাসন-হুসন রে
তুমি চন্দ্র-সূর্য-আবরণ
তুমি মোর আকাশ-পাতাল।।
জগাই-মাধাই তোমায় জানি
তুমি গৌরাচাঁদ-গুণমণি রে
তুমি আবদুল কাদের জিলানি
মইনউদ্দিন আর শাহজালাল।।
তুমি আমার জন্মদাতা
তুমি আমার মাতা-পিতা
রে তুমি স্ত্রী-পুত্র-লতা-ভ্রাতা
বলে দুর্বিন শাহ কাঙাল।।
(আল্লাহ স্মরণে)