ভাঙা তরি লইয়া রে

ভাঙা তরি লইয়া রে
ভব নদী বাইয়া রে
ছিঁড়া বাদাম উজান হাওয়া
কেমনে দিতাম পাড়ি রে।।

এ ভবের বাজারে আইলাম
করিতে বেপার রে
শেষ বাজারে দোকান খুলে
হইয়াছি লুজার রে
সঙ্গের সাথী ছিল যারা
সব গেল ছাড়িয়া রে
কার বা আশে রইলাম বসে
বেলা গেল ফুরাইয়া রে।।

দক্ষিণা বাতাসে
নদীর উঠেছে লহর রে
নিয়াশে পড়িল মারা
কত সদাগর রে
কূল নাই কিনারা নাই
নাই সে গাঙের তলা রে
সঙ্গী নাই মোর
নদীর পারে কান্দি সন্ধ্যাবেলা রে।।

মুর্শিদ নামের সারি গাইয়া
ভাটির বাঁকে বাইয়া রে
মনে লয় ধরিলাম পাড়ি
নামের পাল উড়াইয়া রে
দুর্বিন শাহর নাই ভরসা
দয়াল মুর্শিদ বিনে রে
বিপদে বাঁচাইতে পারে
তারই নিজ গুণে রে।।

(পাথরঘাটা)