ইয়া মোহাম্মদ ইয়া রসুল ইয়া রসুল

ইয়া মোহাম্মদ ইয়া রসুল ইয়া রসুল
লা ইলাহা ইল্লালাহু, হাবিব খোদার মকবুল।।

আউওয়ালেতে নাম আহাদ
আহাদ হতে আহম্মদ হাবিব আল্লার
সেতারায় আছিলেন যবে সুরত বাহার
এসে পড়ল ধরা মা আমিনার কোল।।

জগতে পড়িল সাড়া উঠিল নুরেরই তারা
নাজিল হয় কোরান
এ বিশ্বের মোমিন যারা আনিল ইমান
যবে ফুটিল সেই ইসলামের ফুল।।

সেই কোরানে আছে লেখা, কঠিন রাস্তা যায় না দেখা
পুলসেরাতের পার
দুর্বিন শাহ কয়, নবিজির নামে ভয় নাই ভয় নাই আর
একদিন পার হবে সেই কঠিন পুল।।

(নবি স্মরণে)