আধুনিক পাশ্চাত্য সভ্যতার প্রতি

(সিফিলেজন বা আধুনিক সভ্যতার প্রতি)

নির্ঘাত ঠকাতে চাও হে সভ্যতা! অসভ্য ইংগিতে
কিন্তু এই শর্মা জেনো অতি দড়ো বহু ঘাট ঘুরে
সঙ্গে সঙ্গে অনিচ্ছায় ঘোলা পানি খেয়ে পেট পুরে
সহজে সে ঠকবে না দেউলিয়া তোমার ভঙ্গিতে।
জেনেছে সে বিষ আছে, মধু নাই তোমার সংগীতে।
প্রতীচীর কন্যা তুমি, প্যারিসের লন্ড্রীতে ধোলাই
এক সিফিলিস ছাড়া অন্যগুণ অবশিষ্ট নাই
ভর করো যথাস্থানে, যেয়ে না এ সাগর লঙ্ঘিতে।

ভেবেছো ভক্তের সংখ্যা অশিক্ষিত গরম মন্ডলে
বেড়ে যায় প্রতিদিন (কথাটা আংশিক সত্য বটে)
কিন্তু এ তো সত্য কথা বহু লোক অভ্যস্ত ও ছলে
আদতেই রাজি নয়। গর্মী রোগ ভ’রে নিতে ঘটে
অনেক নিয়েছো শুষি শ্বেত কুষ্ঠ-চর্মের বদলে
অনুগ্রহ করে আজ কেটে পড়ে এসো না নিকটে।।