আজব ‘প্রগতি?’

‘কেন ধার করো পরের পুচ্ছ?’
‘কেন স্বজাতিকে করছ তুচ্ছ?’
: বুঝবে না তুমি এটাও ‘প্রগতি’;
: বুঝবে না যেটা সেটাও ‘প্রগতি’।

‘টেনে চলো কেন ভিক্ষার জের?’
‘দাঁড়াও না কেন দু’ পায়ে নিজের?’
: বুঝবে না তুমি এটাও ‘প্রগতি’।
: বুঝবে না যেটা সেটাও ‘প্রগতি’।

‘কেন ছেড়ে যাও নিজের কৃষ্টি?’
‘কেন অন্যের পণ্যে দৃষ্টি?’
: বুঝবে না তুমি এটাও ‘প্রগতি’;
: বুঝবে না যেটা সেটাও ‘প্রগতি’।
‘বিজাতীয় চাপে কেন বে-সামাল?’
‘ডালে বসে কেন কাটো সেই ডাল?’
: বুঝবে না তুমি এটাও ‘প্রগতি’
: বুঝবে না যেটা সেটাও ‘প্রগতি’।

(স্বগত)
হায়াত দারাজ বোঝেনি ‘প্রগতি’
কেননা বিপথে ঘেঁজেনি ‘প্রগতি’।।