আলিফ লায়লা

‘উজির জাদীর মুখে শুনিতে কাহিনী
প্রভাত হইয়া গেল হাজার যামিনী।।’

আশ্চর্য কাহিনী সেই, হাজার রাত্রির যত কথা
(শুনেছিল সবিস্ময়ে একদা যা মুগ্ধ শাহ্রিয়ার)
পুঁথির আসরে আজও লক্ষ প্রাণে আনে তা জোয়ার
সংখ্যাহীন মনে আজও দোলা দেয় সেই কথকতা।
ফেরাতে উদভ্রান্ত চিত্ত শাহেরজাদীর ব্যাকুলতা
জেগে আছে নির্নিমেষ দৃষ্টি মেলে মুশ্তারি তারার
(সে আলোকে দেখি আমি লাস্য লীলা, কখনো দুর্বার
প্রবৃত্তির বন্যাবেগে জীবনের আদিম মত্ততা)।

কাহিনীর খরস্রোতে এ প্রাণ যেমন সিন্দ্বাদ
সাত সফরের পথে ঘোরে এক অজানা বিস্ময়ে
আনন্দে, বিষাদে আর রোমাঞ্চিত অকম্পিত ভয়ে
জীবনের অভিজ্ঞতা পায় খুঁজে মধুর … বিস্বাদ …
আনন্দে বিষাদে ঘেরা এ জীবন জয়ে পরাজয়ে
বিগত রাত্রির সেই পানপাত্রে করে রসাস্বাদ।।