আরণ্য কাহিনী

বুদ্ধির বলে অজেয় ভূমিকা দেখেছি ঢের,
হাসির খোরাক জোগাতে অজেয়; পায় না টের।
হয় সে পাগল যদি পায় ফাঁকে উঁচু আসন,
যতটুকু জ্ঞান ঘটে আছে দেয় নির্বাসন।
ভাবে না সে মোটে হ’ল কী-না তার অনধিকার,
সব ব্যাপারেই গলায় সে শিঙ নির্বিকার।
উঁচু আসনের চিন্তা যে মনে সারাটা ক্ষণ;
সকল মঞ্চে দাঁড়িয়ে সে তাই দেয় ভাষণ।
ধূর্ত শিয়াল জেনে যায় তার দুর্বলতা
তিন সন্ধ্যায় দলে সে জানায় গোপন কথা।
তারপর ফের দিনদুপুরেই সুযোগ পায়,
ছাগ-নৃত্যের করে আয়োজন বন-সভায়।
উঁচু মঞ্চের লোভ দেখিয়ে সে, ভোলায় মন,
জয়ধ্বনিতে জানায় ‘স্বাগত’ সম্ভাষণ।
বেকুব ছাগল খুশী হয় পেয়ে এ বাহাদুরী;
এ দিকে শিয়াল করে ছাগলের তল্পী চুরি।
তার আস্তানা কেড়ে নিয়ে ধরে ঐকতান,
বোঝে না ছাগল, নাচে সে পাগল- মুগ্ধ প্রাণ।।