বাংলা ভাষার প্রতি

কে জানে দুহিতা কার? কোথায় বা সে মৃতা জননী
গিয়েছিল পথে রেখে যে কেবলি বাড়ায়ে জঞ্জাল?
কলঙ্ক কাহিনী নিয়ে ছিলে জেগে তুমি কত কাল,
কে জানে সে কথা? আর প্রতীক্ষার দীর্ঘ রাত গণি
কাটায়েছো কত কাল জীবনের চেয়ে পদধ্বনি
অস্পৃশ্যা নারীর মতো বর্ণাশ্রম শৃঙ্খলে পীড়িতা
পরিত্যক্ত ‘পক্ষি ভাষা’? পাদপিষ্টা, মৃত্যুভয়ে ভীতা
কখন পিঞ্জরে প্রাণ উঠিল আবার রনরণি?

কখন দুয়ারে এল আরবের শা’জাদা তোমার
সব গ্লানি মুছে দিতে (মুছে দিতে ব্যর্থতার দাহ)?
কখন অপূর্ণ সত্তা পেল খুঁজে রশ্মি পূর্ণতার,
আবদ্ধ জিন্দান থেকে মুক্তি পেল কখন প্রবাহ
(কলহাস্যময়ী আর প্রাণোচ্ছল)? অচেনা সখার
সাথে হল কোন লগ্নে তনু মন প্রাণের উদ্বাহ।।