বেলাল

তোমার পায়ের আওয়াজ শুনেছি দূর জান্নাতে সব্জা বাগে,
তোমার পায়ের আওয়াজ শুনেছি সকলের আগে, সবার আগে,
কালো চামড়ায় ঢাকা অতুলন এমন দিল্ তো দেখিনি আর
কাফ্রী বেলাল! হাবসী বেলাল! মুত্তাকী খাঁটি ঈমানদার!

দেখেছি ও দেহে চাবুকের মার, পাথরের ভার, শিলাপেষণ
দেখেছি তোমার আহত সিনার রাঙা দাগে কাঁদে ব্যথিত মন,
আল আহাদের অশেষ প্রেমের দাহনে হারালে হুঁশ তোমার
কাফ্রী বেলাল! হাবসী বেলাল! মুত্তাকী খাটি ঈমানদার!

দেখ বালু হ’তে মানিক কুড়ালো সর্দার ধীর আবুবকর,
দেখ অপরূপ আভায় উজালা আমাদের মরু মাটির ঘর,
কালো আকীকের এমন জ্বলুশ দেখিনি তো আর, দেখিনি আর
কাফ্রী বেলাল! হাবসী বেলাল! মুত্তাকী খাঁটি ঈমানদার!
এল আমাদের সর্দার এল, এল জাহানের মুয়াজ্জিন,
সুবে-সাদেকের রোশনিতে রাঙি’ শর্বরী হল মধ্যদিন,
দেখ সে জাগালো নিশিভোরে কত নবীন সূর্য পূর্ণতার
আহা আমাদের সর্দার সেই হাবসী বেলাল, ঈমানদার!

হাজার বছর পার হয়ে গেল মরুভূমি হ’ল মাটির প্রাণ
আজ নাই সেই জান্নাতী দান, শুনি না বেলালী সেই আজান,
ঘিরেছে কুফরী কালো উই পোকা শাদা হেলালের শেষ মিনার;
আজ আমাদের সর্দার নাই হাবসী বেলাল ঈমানদার!

কোথায় সুদুরে জান্নাতে কোন্ গুলশান শোনে তার আওয়াজ,
জাহান্নামীর নিশানীতে ঢাকে আমাদের পথ-ভ্রান্তি আজ,
বৃথা ব’য়ে যায় সালাতের ক্ষণ তোমার আজান শুনি না আর;
কালো চামড়ার সর্দার নাই, নাই সে সাঁচ্চা ঈমানদার।।