বিল্লী

এ প্রতিজ্ঞা ক’রেছিল একদিন বিধবা বিড়াল
পূর্ণ নিরামিষভাবে গড়িবে জীবন শুদ্ধাচারী,
সেই সূত্রে প্রতিদিন বাজারে কিনিত তরকারী;
অম্বল, সূক্তনি ঝোলে কাটাত সে নিরামিষ কাল।
তবুও বিপত্তি ছিল রাজপথে সকাল বিকাল
মাংসের উত্তপ্ত ঘ্রাণে বক্ষ মাঝে নাচিত পৃথিবী
ঠেকাতে সে মাংস গন্ধ নাসিকায় গুঁজিল সে ছিপি
মাংসের বাটিকা হ’তে দৃষ্টিকে সে রাখিল সামাল।

ইত্যাকার প্রচেষ্টায় করিল সে অসাধ্য সাধন
অন্তত লোকের মন সেই আশা উঠিল উচ্চারি
প্রকাশিল সেই বার্তা সংখ্যাহীন কথোপকথন;
হেন সাধ্বী দেখি নাই সকলে তা কহিল বিচারি।
অকস্মাৎ সবিস্ময়ে চমকালো ইতর সজ্জন
কাঁচা মাংস ঘ্রাণে সাধ্বী ঘোরে কেন এ বাড়ী ও বাড়ী!