বিষণ্ণ মুহূর্তের সুর

আঁধারের কাল বোর্‌খা দীর্ণ করে দূর নভাঙ্গনে
দেখা দিত একদা যে, সেই চাঁদ এখনো অম্লান,
শুধু মোর কণ্ঠ হতে থেমে গেছে আনন্দের গান;
শূন্যতার দীর্ঘশ্বাস শুনি আমি রাত্রির স্বননে।
শূন্য, শুষ্ক ঝাউশাখা দোল খায় ঝড়ের প্রস্বনে,
কিম্বা মন বালুচর, পড়ে আছে বিক্ষত সাম্পান
এক পাশে, ভুলে গেছে খরস্রোতে গতির তুফান;
বিগত মুহূর্ত যত জেগে ওঠে তবু ক্ষণে ক্ষণে।

জুলমাতের এলাকায় পরিত্যক্ত আমি রাহাগির
সভয়ে সম্মুখে দেখি কুয়াশার তরঙ্গ সফেন,
প্রজ্ঞার আলোক নিয়ে চলে গেছে দিগন্তে খিজির
ফুরায়েছে গতিস্রোতে জীবনের সব লেনদেন,
জানি না নতুন পথ খুঁজে তবু কেন যে অধীর
এ প্রাণ-আঁধার যেন সিকান্দার জুলকার্ণায়েন।।