বৈশাখ

বৈশাখ আজ মেঘে সোয়ার তোলে চাবুক,
বিজলী শিখার চমক হানে সেই পথিক,
যাই ভুলে মোর কর্মসূচী প্রাত্যহিক;
ত্রস্ত তবু তৃষার্ত মন সমুৎসুক।

হে সেনানী! বজ্র হানো ভাঙো এ বুক,
নিষ্প্রভ এ প্রান্তর, মন, নির্নিমিখ
প্রতীক্ষমান নিঃসাড় মোর সকল দিক,
তোমার সাথে পাক ভাষা মোর কণ্ঠ মূক।

নিস্তরঙ্গ জীবন সে তো মৃত্যু মোর,
তুফান তুরঙ্গমে আনো প্রাণ সেথায়,
আকাশ জুড়ে ছড়াও ঝড়ের বর্ণ ঘোর
মৃত্যু নিবিড় বর্ণে পাংশুল রঙ কে চায়?
দস্যু তুমি প্রলয় আনোনও তো চোর
মৃত্যু-মদির জীবন আনো ঝড়-শিখায়।।